মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৬:৫৮:০৮

গেইল ও ডি-ভিলিয়াসর্কে ১০ বলে ফিফটির চ্যালেঞ্জ যুবরাজের

গেইল ও ডি-ভিলিয়াসর্কে ১০ বলে ফিফটির চ্যালেঞ্জ যুবরাজের

স্পোর্টস ডেস্ক: বিশ্বের দ্রুততম ফিফটির রেকর্ডটা একটুর জন্য অক্ষত রয়ে গেল যুবরাজ সিংহের৷ ২০০৭ সালে ডারবানে ১২ বলে ফিফটি করছিলেন ভারতীয় ক্রিকেট দলের মারকুটের ব্যাটসম্যান যুবরাজ সিংহ। সেই একই রেকর্ড বিগ ব্যাশ লিগে করে ফেললেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল৷ তবে এবার গেইলর্কে নতুন চ্যালেঞ্জ ছুয়ে  জানিয়ে দিয়েছেন যুবরাজ সিংহ।

গতকাল মেলবোর্ন রেনেগাদেসের হয়ে খেলে গেইল সাতটি ছয় ও দুইটি চারের সাহায্যে ৫০ করে যুবরাজের সঙ্গে যুগ্মভাবে বিশ্বের দ্রুততম হাফ-সেঞ্চুরির মালিক হয়ে  গেইল। গেইলের এই তাণ্ডব দেখে যুবরাজ সিংহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, গেইলের ১২ বলে পঞ্চাশ করার খবর পেয়ে হতাশ হলাম। কাকা, পরের বার এটা ১০ বলে করাটা নিশ্চিত করো। কিংবা এবি ডি ভিলিয়ার্স, লিজেন্ডস।" তার মানে গেইল ও ডি ভিলিয়ার্সকে ১০ বলে ফিফটি করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যুবরাজ! ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ডি ভিলিয়ার্সের।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ ১২ বলে ফিফটি করেন। তবে যুবরাজের ব্যাটে ৬বলে ৬ ছক্কার শিকার হয়েছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড৷এরপর ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে রেকর্ডটা গড়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। তবে যুবরাজের এই মন্তব্যের জবাবে গেইল এখনো কোন মন্তব্য করেননি।

১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে