স্পোর্টস ডেস্ক: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট যে কথা বলে তার প্রমাণ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুততম সাত হাজার রানের রেকর্ডটা। বিরাট সেই দিন ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সের ১৬৬টি ইনিংস বিশ্বরেকর্ড৷
১৬১টি ইনিংস খেলে মেলবোর্নে ওয়ানডেতে ২৪ তম সেঞ্চুরি করেন বিরাট৷ ভবিষ্যতে শচীন ঢেন্ডুলকরের রেকর্ড ভাঙার ক্ষেত্রে বিরাটই যে অগ্রণী সে ব্যাপারে মতপোষণ করেছেন। বিরাট এখন চান কিংবদন্তি শচীনের ওয়ানডের ৪৯টা সেঞ্চুরির রেকর্ডটা ভাঙতে।
মঙ্গলবার এমনটাই আভাস দিলেন বিরাট কোহলি। ফেসবুকে এদিন ফ্যানদের সঙ্গে ভিডিও চ্যাটে বিরাট বলেন, আমি প্রতিদিন উন্নতি করছি৷ প্রতিপক্ষ সব সময় তোমাকে আউট করার চেষ্টা করবে৷ কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে৷ আমি মনে করি, প্রতিদিন আমি শিখছি৷ মাঠে নতুন কিছু শিখতে হবে৷
ওয়াকায় অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল বিরাটের৷ কিন্তু মেলেবোর্নে একই ভুল করেনি৷ ১১৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি৷ সেই সঙ্গে দ্রুততম সাত হাজার রানের রেকর্ড৷ কিন্তু দ্রুততম মাইলস্টোন পেরনোর ব্যাপারে কিছু ভেবেছিলেন? ফ্যানেদের এই প্রশ্নের উত্তরে বিরাট বলেন, ‘আগে থেকে ভেবে রেকর্ড করা যায় না৷ লক্ষ্য থাকে মাঠে নেমে যত বেশি সম্ভব রান করা৷ রেকর্ড নিয়ে ভাবি না৷ ঈশ্বর আমার উপর দয়া করেছেন৷
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম তিন ম্যাচ হেরে পাঁচ ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছে ভারত৷ বাকি দুইটি ম্যাচে হোয়াইটওয়াশ আটকানোয় লক্ষ্য টিম ধোনি৷ বুধবার মানুকা ওভালে চতুর্থ ম্যাচ৷
১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস