মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৮:৪০:৪৮

বিগ-ব্যাশে আর খেলবেন না অভিমানী গেইল!

বিগ-ব্যাশে আর খেলবেন না অভিমানী গেইল!

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ জনপ্রিয় আসর বিগ-ব্যাস আর খেলবেন না ওয়েস্ট উন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। গত ৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার নারী সাংবাদিককে নিয়ে ঘটে যাও সেই ঘটনার ক্ষেপে বিগ-ব্যাশে আর খেলবেন না অভিমানী গেইল।

বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে খেলছিলেন ক্রিস গেইল। মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১৫ বলে ৪১ রানের ঝড় তোলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। ম্যাচ শেষে তাই অস্ট্রেলিয়ার চ্যানেল টেন–এর রিপোর্টার মেলানি ম্যাকলাফলিনের আগ্রহের কেন্দ্রে ছিলেন গেইল। কিন্তু ব্যাটিং নিয়ে কথা বলতে গেইলের তেমন আগ্রহটা ছিল না।

উল্টো নারী সাংবাদিককে সরাসরি ডেটিংয়ের আমন্ত্রণ দিয়ে বসেন গেইল। অভিসারের প্রস্তাব দিয়ে ফেঁসে যান বিস্ফোরক এই ব্যাটসম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বেশ তোলপাড় শুরু হয়। কেউ কেউ সব ধরনের ক্রিকেট থেকেই গেইলকে বহিষ্কারের দাবি তোলেন।

এতদিন এসব নিয়ে কথা বলেননি গেইল। মুখে যেন কুলুপ এঁটেছিলেন। ক্ষোভটা পুষছিলেন মনে মনেই। এবার পুষে রাখা সেই ক্ষোভ উগড়ে দিলেন। বিগ ব্যাশ নিয়ে মুখ খুললেন গেইল। জানিয়ে দিলেন, এবারই তার শেষ বিগ ব্যাশ। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে তাকে আর দেখা যাবে না!

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গেইল লিখেছেন এভাবে, ‘সম্ভাবত বিগ ব্যাশে এটাই (১২ বলে ফিফটি) আমার শেষ ইনিংস। কিন্তু এখানকার ভক্তদের সঙ্গে আমার স্মৃতিটা থাকবে আজীবন। আমি নিজেই বিশ্বের টি-২০ লিগ তৈরি করি। বিগ ব্যাশ তাদেরই একটি। বিদায় বিগব্যাশ!’

গতকাল সোমবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ বলে হাফ সেঞ্চুরি করেন গেইল। এর মধ্য দিয়ে ২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের গড়া রেকর্ডে ভাগ বসান গেইল। এটাই নাকি বিগব্যাশে তার খেলা শেষ ইনিংস।
১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে