স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টেয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে থেকেই তৃতীয় টি-টোয়েন্টি খেলতে কাল নামবে মাশরাফিরা। খুলনায় বুধবার জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ মাশরাফি বিন মুর্তজার দলের। তাতে পুরণ হবে আক্ষেপ। শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।
সামনে এশিয়া কাপ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তারপর টি-টোয়েন্টি বিশ্ব আসর। বাংলাদেশ ২০ ওভারের এই সংস্করণের ক্রিকেটে কিছুটা দূর্বল। আরো আছে সামনের দুটি আসরের আগে নিজেদের কম্বিনেশন ঠিক করে নেয়া। প্রথম দুই ম্যাচে কম্বিনেশন পরখ করে দেখতে পরীক্ষা নিরীক্ষা হয়েছে।
প্রথম দুই ম্যাচে খেলেছেন শুভাগত হোম ও নুরুল হাসান। শুভাগত তেমন ভালো করতে না পেরে দল থেকে ছিটকে পড়েছেন। মুশফিকুর রহিম ইনজুরির কারণে সিরিজে আর খেলতে পারছেন না। শেষ দুই ম্যাচেও নুরুল উইকেট রক্ষার কাজটা করবেন। প্রথম দুই ম্যাচে তার উইকেটকিপিং নিয়ে প্রশ্ন ওঠেনি। যে পজিশনে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, তা নিয়েও কথা ওঠেনি। নুরুল তাই প্রশ্নের উর্ধ্বে!
দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন বিশ্রাম পেয়েছেন। তাসকিন আহমেদ ফিরেছেন। তিন পেসার খেলায় বাংলাদেশ। তার মানে তৃতীয় ম্যাচে অভিষেক হতে যাচ্ছে একজন পেসারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেশের সবচেয়ে দামী খেলোয়াড়ের পুরস্কার পাওয়া আবু হায়দার রনির তাহলে ভাগ্য খুলছে? মোহাম্মদ শহীদ ও মুক্তার আলী আছেন। কিন্তু তাদের চেয়ে এগিয়ে থাকছেন রনি। দলে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান তরুণ মোসাদ্দেক হোসেনকেও। তারও সুযোগ এই সিরিজে আসবে নিশ্চয়।
১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস