স্পোর্টস ডেস্ক: আগামীকাল কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিক বিলবাও৷ আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিওলেন মেসি এবং সুয়ারেজকে পাচ্ছে বার্সেলোনা।
কিছুদিন আগে লা-লিগাতে মেসিরা বিলবাওকে হাফ ডজন গোল দিয়েছিল৷ ম্যাচের প্রথমার্ধে মেসি গোল করলেও দ্বিতীয়ার্ধে পেশির টানে মাঠে নামেননি তিনি৷ কোচ লুই এনরিকে জানিয়েছিলেন যে, মেসির চোট গুরুতর না-হলেও কোপা দেল রে’র কথা ভেবেই মেসিকে নামাননি তিনি৷কিন্তু এখন জানা যাচ্ছে মেসি খেলতে পারছেন না বুধবার৷
১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস