বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১২:০১:১৪

এশিয়া কাপ থেকে বোলিং করবেন সৌম্য

এশিয়া কাপ থেকে বোলিং করবেন সৌম্য

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ টি-টোয়েন্টির আসরে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করার স্বপ্ন দেখছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যারকুটে ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার।

মঙ্গলবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন বাঁ-হাতি ব্যাট আর ডানহাতে বোলিং করা এই ক্রিকেটার।বাংলাদেশি এই অলরাউন্ডার আরো বলেন, ইতিমধ্যে নিজের বোলিং নিয়ে কাজ করছেন, তবে বোলিং নিয়ে পরিকল্পনা করব পুরোপুরি সুস্থ হওয়ার পর। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পরিপূর্ণভাবে বোলিং শুরু করার ইচ্ছা আছে।

তিনি আরো বলেন, শুধু টি-টোয়েন্ট নয়, ক্রিকেটের তিন ফরম্যাটেই বল করার ইচ্ছা আছে।কিন্তু নিয়মিত হয়ে ওঠা হয়নি। বিশেষ করে সম্প্রতি সময়ে বল হাতে কোনো ম্যাচে না দেখা গেলেও আসন্ন এশিয়া কাপ থেকে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে মাঠে দেখা যেতে পারে সৌম্য সরকারের।

সৌম্যের এই অলরাউন্ডার হয়ে ওঠার যে প্রত্যাশা, তা যদি সত্যিই হয়ে যায় তবে টাইগারভক্তদের চেয়ে আনন্দিত আর কেউই হবে না। কারণ সাকিব, নাসির, রিয়াদ, সাব্বির, সৌম্য; অর্থাৎ অদূর ভবিষ্যতেই পাঁচ পাঁচ জন অলরাউন্ডার নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে