বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১২:০৩:০৭

অভিষেক হতে যাওয়া সেই তিন টাইগারের কারিশমা

অভিষেক হতে যাওয়া সেই তিন টাইগারের কারিশমা

স্পোর্টস ডেস্ক: সামনে আসছে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই দলকে বুঝি ঝালিয়েই নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বুধবার জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চার ম্যাচের সিরিজের প্রথম দুইটি জিতে ইতিমধ্যেই সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে টাইগার বাহিনী।

বুধবারের ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হলো টেস্ট ক্যাপটেন মুশফিকুর রহিমের ইঞ্জুরি। সিরিজের দ্বিতীয় ম্যাচে পায়ের ইঞ্জুরির কারণে সিরিজ শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের এ ব্যাটিং স্তম্ভের।

এদিকে মুশফিকের ইঞ্জুরির কারণে কপাল খুলতে পারে মোসাদ্দেক আলীর। শেষ দুই টি-টোয়েন্টি দলের জন্য ঘোষিত স্কোয়াডে নাম রয়েছে তার। তবে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচে সুযোগ পাওয়া শুভাগত হোম।

এদিকে সিরিজের বাকি দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে পেস আক্রমণের অন্যতম ভরসা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং আল-আমিন হোসেনকে।তাদের পরিবর্তে দলে রাখা হয়েছে নতুন তিন টাইগারকে। তারা এখন অভিষেকের অপেক্ষায়। আসুন দেখে নিন এই তিন টাইগারের বল-ব্যাটের কারিশমা গুলো।

 

১ ।আবু হায়দার রনি: দি আল্টিমেইট সুপারস্টার, অভিষেকের আগেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দের মুখে মুখে তার নাম। তার বলের গতি, সুইং, রিভার্স, ইয়র্কার, বাউন্সার এর সমাহার।

 

২।মোসাদ্দেক হোসেন : বাংলাদেশের ভবিষ্যৎ ব্যাটিং রতœ। সেই অনুর্ধ ১৫, ১৬ লেভেল থেকে নাম ডাক শোনিয়ে আসছে। গত ফাস্ট ক্লাসে সুযোগ পেয়েই দুই ম্যাচে, দুই ডাবল সেঞ্চুরি মেরে হইচই ফেলে দিয়েছিল তিনি। কাল মুশফিকের জায়গায় তাকে দেখা যেতে পারে।

 

৩।মুক্তার আলী : বাংলাদেশের ক্রিকেটে খুব অপরিহার্য একজন ক্রিকেটার। ভাল পেইস, সুইং এ বল করতে পারে, প্লাস লং হ্যান্ডে ব্যাট করতে পারে। কিছুদিন আগে এক ইনিংসে ১৬ টা সিক্স মেরে, বিশ্বরেকর্ড করেছিল এই মুক্তার আলী।

২০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে