স্পোর্টস ডেস্ক : প্রায় দুই মাস আগে কন্যা সন্তানের বাবা হন সাকিব আল হাসান। এবার তামিম-আয়েশার কোলজুড়ে শিগগিরই আসছে নতুন মুখ। সাকিব আল হাসানের পর এবার বাবা হবেন তামিম ইকবাল।
তামিম ইকবালের স্ত্রী সন্তানসম্ভাবা হওয়ার টেনসন তামিমের। ক্রিকেটের প্রতি ধ্যান খেয়াল অনেকটাই কমে গেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচে মাঠে নামতেই অনিহা তার। অনুশীলন মাঠেও স্ত্রী আয়েশার প্রভাব তামিম ইকবালের উপর। চিকিৎসকদের দেয়া রিপোর্টে ২ মার্চ ভুমিষ্ঠ হওয়ার কথা রয়েছে আয়েশা-তামিমের প্রথম সন্তানের।
বিসিবি থেকে তামিম ইকবাল কখন ছুটিতে যাবেন আলোচনায় সে বিষয়টি। তামিম ইকবালকে নিয়ে বিসিবিতে বেশ জল্পনা। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের মাঠে নামা নিয়ে গুঞ্জন হলেও মাশরাফির বিশ্বাস শেষ দুই ম্যাচে খেলবেন তিনি।
তার মতে তামিমকে নিয়ে আলোচনা হলেও এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি যে, শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না তিনি। তবে মাশরাফির মতে নতুন অতিথির জন্য বড় কোনো আসরে মাঠের বাইরে থাকতে পারেন তামিম।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর