স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামতে পারেন উদীয়মান পেসার তাসকিন আহমেদকে। তার দলে সুযোগের প্রেক্ষাপট পেসার মোস্তাফিজুরের অবসর। দলে মুস্তাফিজ ও আল আমিন নেই। তাদের অনুপস্থিতিতে তাসকিনের আগমন। বিষয়টিকে কোন চোখে দেখছে ক্রীড়ামোদীরা? ‘মোস্তাফিজ ও আল আমিনের মতো না হলেও আমি আমার মতো। ব্যক্তিগতভাবে নিজের সেরাটা দিয়েই দলের জন্য কিছু করতে চাইবো অবশ্যই সেটি সিরিজ জয় নিশ্চিত করতে।’বললেন তাসকিন।
তবে সুযোগ পেয়ে চাপকে সামাল দিয়ে ঠান্ডা মাথায় খেলে যেতে প্রস্তুত তাসকিন। জানালেন, ‘সব খেলাতেই চাপ থাকে। পার্থক্য হলো চাপটা যে যত সহজভাবে নিতে পারে, তার জন্য ততই মঙ্গল। তবে চাপেও মাথা ঠাণ্ডা রাখাও একটি পরীক্ষা। চেষ্টা থাকবে ভালো খেলার। ভালো খেলতে পারলে অবশ্যই কনফিডেন্ট বাড়ে। এই কনফিডেন্টই একজন ক্রিকেটারকে নিয়ে যায় অনেক দূর। তাই চাপকে জয় করতে চাই।’
ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালের এপ্রিলে টি-২০ অভিষেক হয় তাসকিনের। আর সর্বশেষ টি-২০ খেলেছেন গত বছর পাকিস্তানের বিপক্ষে এপ্রিলেই। এছাড়া গেল বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে ৭ ম্যাচে ৪ উইকেট। অভিজ্ঞতার ছাপ না থাকলেও আজ কিছু একটা করে দেখাতে চান এই পেসার। ‘আমরা আসলে যতগুলো ওয়ানডে খেলার সুযোগ হয়, সেভাবে টি-২০ খেলা হয় না। এ কারণে আমরা এ ফরম্যাটে পিছিয়ে। তবে বাংলাদেশ দলের ক্রমবর্ধমান উন্নতিতে এক দিন সেটিও হয়ে যাবে। এখন জিম্বাবুয়ের সাথে খেলছি। সামনে আরো দু’টি বড় টুর্নামেন্ট। ওখানেই আমরা পরীক্ষাটা সেরে নিতে পারি। এক-দুই মাস তো আমরা টি-২০ ওপরই থাকছি। এখানের অভিজ্ঞতা কাজে লাগবে এশিয়া কাপে। আর এশিয়া কাপের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অবস্থান দৃঢ় করতে চাই।’
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর