বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১১:০৩:৪৫

সাবেক কোচকে ‘মিথ্যুক’ বললেন মাশরাফি

সাবেক কোচকে ‘মিথ্যুক’ বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি একটি নাম, একটি ব্যান্ড। একজন আর্দশ নেতার যত ধরণের বৈশিষ্ট্য থাকার কথা সবকটি তার মধ্যে সীমাবদ্ধ। খেলার মাঠ কিংবা বাইরে সর্বত্র প্রিয় একটি নাম মাশরাফি।

এবার সেই আদর্শবান নেতার আত্মজীবনী নিয়ে লেখা হলো বই ‘মাশরাফি’। বইটির লেখক দৈনিক ইত্তেপাক পত্রিকার ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যয়।

নিজেকে নিয়ে দেবব্রত মুখোপাধ্যয়ের ‘মাশরাফি’ বইটিতে সাবেক কোচ জেমি সিডন্সকে মিথ্যুক বললেন মাশাফি। তার কারণ ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের আগে কোচ সিডন্স মাশরাফিকে কথা দিয়েছিলেন প্রাথমিক স্কোয়াডে নিয়ে ফিটনেস পরীক্ষা-নীরিক্ষা করে দেখবেন; কিন্তু সিডন্স তাকে প্রথমে আশ্বাস দিলেও, পরে অস্বীকার করে বসেন।

বইতেই উল্লেখ আছে বিষয়টা। মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘নতুন করে বিতর্ক টেনে আনার কোন মানে হয় না। আমি শুধু তার মিথ্যা কথা বলা দেখে খুব অবাক হয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, তোমাকে নিশ্চয় প্রাথমিক স্কোয়াডে রাখা হবে। সেখানেই তোমার ফিটনেস দেখা হবে এবং এরপরই সিদ্ধান্ত নেবো তোমাকে রাখা হবে কি হবে না। আমি চিন্তা করলাম, এটা অনেক বড় সুযোগ এবং মোহামেডানের হয়ে একটি ম্যাচও খেলে ফেললাম। অথচ, তিনি (সিডন্স) পুরোপুরি তা অস্বীকার করে গেলেন। আপনাদের অনেকেই হয়তো দেখেছিলেন, একদিন ইনডোরে আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তখন তাকে বলেছিলাম যে, যে কোন জায়গায় মিথ্যা বলতে পারাটা তোমার স্বভাব, তা আমি জানতাম না। এবার সেটাই জানলাম আমি।’

প্রসঙ্গত,নিজের নামে বইটিতে দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ আশরাফুলকে ‘বিশ্বাসঘাতক’বলে মন্তব্য করেন তিনি।

২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে