স্পোর্টস ডেস্ক: ২৭ জানুয়ারি বাংলাদেশের মাটিতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে গত বাবের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে গতকাল র্যাডিসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহেদী জানিয়ে দিলেন তাঁর পরিকল্পনা, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। তারপর ধাপে ধাপে এগোনো। দেশে বিশ্বকাপ বলেই সবার প্রত্যাশা অনেক বেশি। চ্যাম্পিয়ন হওয়ার কথা অবশ্যই মাথায় আছে। তবে সে জন্য ধাপে ধাপে এগোতে হবে।’
সম্প্রতি পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশের যুবারা। মেহেদীরও তাই প্রত্যাশা, ‘যেভাবে এগোচ্ছি, এই ছন্দটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’
যুব বিশ্বকাপে কখনোই সেরা চারে থাকতে পারেনি বাংলাদেশ। তাই তাদের আক্ষেপটাও একটু বেশি। এবার আগের বিশ্বকাপগুলোর ভুলগুলো নিয়েও কাজ করছে বাংলাদেশ দল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার দেশের মাটিতে দারুণ কিছু করার ইচ্ছা বাংলাদেশ অধিনায়কের, ‘সিরিজে হেরে গেলে কামব্যাক করার সুযোগ থাকে। কিন্তু বিশ্বকাপে কামব্যাক করার সুযোগ কম। আমরা চেষ্টা করব বিগত বিশ্বকাপগুলোতে যে ভুলগুলো করেছি, তা যেন দেশের মাটিতে না করি।’
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর