আরিফুর রাজু: বাবা-মায়ের বেশ আদরের সৌম্য শান্ত সরকার। কিন্তু সেই ছোট বেলা থেকে সৌম্য ডানপিঠে আর অশান্ত মনোভাবের। ২০১৪ সালের ডিসেম্বরের ১ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অভিষেক হওয়া সৌম্যে ক্ষেত্রে মন্থরতা একদম বেমানান। অদম্য গতিতে ছুটে চলছে সেই অভিষেকের পর থেকেই।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অভিষেক ম্যাচটিতে সৌম্যের ব্যাট থেকে আসে ২০ রান। তারপরও বিচারকের কটু দৃষ্টির আড়ালেই রয়ে গেছেন তিনি। সৌম্যের বিরুদ্ধে আরেকটি অভিযোগ প্রায়ই শোনা যায়। তিনি নাকি ঘরোয়া লিগে খুব একটা ভালো করতে না পারলেও জাতীয় টিমে নিজেকে ঠিকই প্রমাণ করেন। তবে এসবে কান দেন না সৌম্য। চলছেন নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ধারায়।
বেশ কিছুদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো ফর্মে ফিরেছেন দেশ সেরা এই হার্ডহিটার। প্রথম ম্যাচে র্দুভাগ্যক্রমে রান আউট হলেও দ্বিতীয় ম্যাচে নিজেকে চেনাতে ভুল করেননি । ৩৩ বলে তুলে নেন ৪৩ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচের আগের দিন ভক্তদের জানালেন নতুন তথ্য । জানালেন আগামী এশিয়া কাপ থেকে আলরাউন্ডার চরিত্রে দেখা যাবে তাকে। অর্থাৎ তিনি হয়ে উঠবেন ব্যাট-বলে সমান পারদর্শী।
প্রিয় বাবা-মায়ের আর্শীবাদ আর দোয়ায় তিনি আজকের এই সৌম্য। জানা যায়, পরীক্ষার হলে থাকা অবস্থায় কিংবা খেলার মাঠে। সবসময়ই সৌম্যের জন্য দোয়ায় মগ্ন থাকেন তার প্রিয়তমা মা। এমনকি খেলা চলাকালীন সময়ে ফোন বন্ধ রেখে ঈস্বরের দরবারে বিশেষ দোয়া পড়েন তার মা। আর তখন বাড়িতে বিরাজ করে অজানা এক অস্থিরতা আর শঙ্কা। আর সবরই বিয়োগ ঘটে যখন সৌম্যের ব্যাট হাসে এবং বাংলাদেশের পক্ষে খেলা কথা বলে।
সম্প্রতি দেশের এই মারকুটে ব্যাটসম্যানের শৈশবে তোলা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ভক্তদের শুভেচ্ছা ও সাধুবাদে সিক্ত হতে থাকেন তিনি।
তবে ওই ছবিটি কে বা কারা পোষ্ট করেছেন তা জানা যায় নি।
উল্লেখ্য, সৌম্য দেশের হয়ে ৩টি টেস্ট, ১৬টি একদিনের আন্তর্জাতিক, ৫টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর