শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০৮:৩৩:৪৯

ক্রিকেটের তিন ফরম্যাটের দুটিতেই বাংলাদেশ দুর্বল!

ক্রিকেটের তিন ফরম্যাটের দুটিতেই বাংলাদেশ দুর্বল!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিন ফরম্যাটের দুটিতেই বাংলাদেশ দুর্বল। টি-টোয়েন্টি আর টেস্টের ঠিক বিপরীত রূপ দেখা যায় ওয়ানডেতে। ৫০ ওভারে সিরিজ জয় যেন কোনো ব্যাপারই না।  সদ্যই দক্ষিণ আফ্রিকাকে ২-১ আর উইন্ডিজকে ৩-০ ব্যবধানে তাদের মাটিতে হারিয়েছে তামিম ইকবালের দল।

কিন্তু ক্রিকেটের আসল ফরম্যাট টেস্ট আর আধুনিক ফরম্যাট টি-টোয়েন্টিতে উন্নতির পথ কী? পঞ্চপাণ্ডবের যুগ শেষের পথে। লিটন-মিরাজ ছাড়া তেমন কোনো নতুন তারকাও উঠে আসছে না। তাহলে এই দুই ফরম্যাটে ভালো করার উপায় কী?

বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ' টি-টোয়েন্টি ও টেস্টে দেখার মতো কিছু খেলোয়াড় আমাদের দরকার। 

আজকে যেমন আমি 'এ' দলের সঙ্গে আলোচনার সময় বলছিলাম যে দেখো, এই দলটাকে আমাদের গুরুত্ব দিয়ে ওই অবস্থানে আনতে হবে। এখানে যারা খেলোয়াড় রয়েছে, তারা সম্প্রতি ছিটকে পড়েছে বা সম্প্রতি ঢুকেছে। 

তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আগে কিন্তু 'এ' দলের সিরিজ এতো সিরিয়াসলি হতো না। এখন থেকে বা সামনে থেকে সিরিজগুলো গুরুত্বের সাথে দেখতে হবে। '

বিসিবি সভাপতিসহ অনেকেই এর আগে বলেছেন, জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ। কিন্তু বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। জাতীয় দলের ব্যাকআপ খেলোয়াড় তৈরি রাখতে 'এ' দলে গুরুত্ব দিলেন জালাল ইউনুস, 'জাতীয় দলের ব্যাক আপ খেলোয়াড় কিন্তু এখান থেকেই উঠে আসবে। 

অনূর্ধ্ব ১৯ দলে যারা আছে, হাই পারফরম্যান্সে যারা আছে, তারা আসতে আসতে অনূর্ধ্ব ১৯ এ যাচ্ছে, বা সামনের দিকে আসছে। তারা আবার গিয়ে 'এ' দলে খেলছে। আবার 'এ' দলে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া খেলোয়াড়রাও আছে। 

তাই এরা কখনো কখনো জাতীয় দলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এরা কিন্তু ব্যাকআপ। তাই এটাকে যদি আমরা গুরুত্ব দেই, 'এ' দলের ট্যুরগুলা যদি আমরা যথাযথভাবে করতে পারি, রেগুলার বেসিসে যদি ওদের হোম এন্ড অ্যাওয়ে খেলাতে পারি তাহলে আমরা ব্যাকআপ খেলোয়াড় পাব।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে