শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০৮:১৮:২৬

১৪ বছর পর আবারও সেই দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা!

 ১৪ বছর পর আবারও সেই দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকা বাদে অন্য মহাদেশ, বিশেষ করে ইউরোপীয় দলগুলোর সঙ্গে খেলার অভিপ্রায় অনেকদিন আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। 

ইতালি আর এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ খেলে সে ইচ্ছা কিছুটা হলেও পূরণ হয়েছে আলবিসেলেস্তে কোচের। তবে বিশ্বকাপের আগে ভিন্ন মহাদেশের দলের মুখোমুখি হওয়া এখানেই শেষ হচ্ছে না আর্জেন্টিনার। ফুটবলের বিশ্বআসরের ঠিক আগ মুহূর্তে এবার দলটি মুখোমুখি হতে পারে মোহামেদ সালাহর মিসরের।

গতকাল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়া আর কোচ স্ক্যালোনি বৈঠকে বসেছিলেন আরও একবার। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি-স্পোর্টস জানিয়েছে এই খবর। ম্যাচটা হতে পারে ১০ থেকে ১৬ নভেম্বরের মাঝামাঝি সময়ে। 

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা সবশেষ খেলেছিল ২০০৮ সালের ২৬ মার্চ। সেদিন সার্জিও আগুয়েরো আর নিকলাস বুরদিসোর গোলে আফ্রিকান দলটিকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের ঠিক আগে ১৪ বছর পর আবারও মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপের আগে আরও আর্জেন্টিনার আরও এক সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। মিসরের মতো তারাও অল্পের জন্য পায়নি বিশ্বকাপের টিকিট। এশিয়ান বাছাইপর্বের প্লে অফের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলটির। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে