শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০৬:৪৩:২৭

খবরটা শুনে রোনালদো খুশি হতে পারেন আবার বেজারও হতে পারেন!

খবরটা শুনে রোনালদো খুশি হতে পারেন আবার বেজারও হতে পারেন!

স্পোর্টস ডেস্ক: খবরটা শুনে রোনালদো খুশি হতে পারেন আবার বেজারও হতে পারেন! খবরটা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে স্বস্তি হয়েই আসবে। আবার খবরটা শুনে রোনালদো একটু হতাশও হতে পারেন, অস্বাভাবিক কিছু নয়। কেন? ব্যাখ্যা করা যাক।

রোনালদোর মতো খেলোয়াড়কেও যেকোনো ক্লাব না চাইতে পারে, সেটা এই দলবদলের বাজারে প্রমাণিত। প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে, বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজির মতো ক্লাবগুলো জানিয়ে দিয়েছে, পর্তুগিজ এই তারকাকে দলে টানার ইচ্ছে নেই তাদের। 

ওদিকে আতলেতিকোর সমর্থকেরা তো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা-ই শুরু করেছেন, রোনালদোকে যেন প্রিয় ক্লাবে ঢোকার লাইসেন্স না দেওয়া হয়। আবার শৈশবের ক্লাব স্পোর্তিংয়ে যাওয়ার গুঞ্জন নিজেই ধামাচাপা দিয়েছেন রোনালদো। 

এমন অবস্থায় একটা ঐতিহ্যবাহী ক্লাবের সমর্থকেরা তাঁকে দলে চাইছেন, রোনালদোর এ খবরে যথেষ্ট স্বস্তিই পাওয়ার কথা। যে ক্লাবের প্রতি অনুরাগের কথা তিনিই প্রকাশ করেছিলেন কয়েক বছর আগে।

আবার খবরটা শুনে হতাশও হতে পারেন রোনালদো। ক্লাবটা যে ইউরোপের কোনো ক্লাব নয়, অর্থাৎ যে ক্লাবে যোগ দিলে চাইলেও চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না রোনালদো, আগামী মৌসুমে যে প্রতিযোগিতায় খেলার জন্য ব্যাকুল হয়েই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন এই পর্তুগিজ।

বলা হচ্ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের কথা। দেশটার অন্যতম শক্তিশালী এই ক্লাবের সমর্থকেরা চাইছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। 

কিছুদিন আগে উরুগুয়ের ক্লাব নাসিওনালের সমর্থকেরা অনলাইনে ‘ক্যাম্পেইন’ করে ক্লাবের সাবেক খেলোয়াড় লুইস সুয়ারেজকে দলে টানার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। সে উদ্যোগটা সফলও হয়েছে, সুয়ারেজ ফিরেছেন নাসিওনালে। নাসিওনাল-সমর্থকদের দেখাদেখি রিভার প্লেটের ভক্তরাও চাইছেন, যদি রোনালদোকে ক্লাবে আনার ব্যাপারে রাজি করানো যায়!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে