স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৪৮ রান সংগ্রহ করে টিম অস্ট্রেলিয়া।
বুধবার সকাল সাড়ে ৯টায় টস জিতে ব্যাটিংয়ে শুরুতেই ব্যাট হাতে তান্ডব চালায় অসি দলের দুই ওপেনার ফিঞ্চ ও পিতৃত্বকালীন ছুটি থেকে ফেরা ওয়ার্নার।
শুরুতেই দুর্দান্ত সূচনা এনে দেন দু’জন। দুজন মিলে ১৬.১ ওভারেই দলের স্কোর ১০০ পার করেন। শুরুর দিকে শুধু ওয়ার্নার আক্রমণাত্মক ব্যাটিং করলেও ফিঞ্চও ক্রমেই বিধ্বংসী হয়ে ওঠেন।
সর্বশেষ ফিঞ্চ ১০৭ বলে ১০৭ রান করলেও ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওয়ার্নার। ৯৭ রান করে সাজ ঘরে ফিরেন তিনি।
দলের ৩৪৮ রানের স্কোরে ৯৭ রান তার তার। এই রান গড়তে ১২টি চার ও এক ছক্কা মারেন ওয়ার্নার।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর