শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০৬:৪১:১৮

বাংলাদেশের সামনে রানের পাহাড়ই দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে!

বাংলাদেশের সামনে রানের পাহাড়ই দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে!

স্পোর্টস ডেস্ক: শুরুতে দারুণ উজ্জীবিত দেখাচ্ছিলো বাংলাদেশ ক্রিকেট দলকে; কিন্তু সময় যত গড়িয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা তত চেপে বসেছে টাইগার বোলারদের ওপর। 

শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডই গড়ে ফেললো স্বাগতিকরা। বাংলাদেশের সামনে রানের পাহাড়ই দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে! নুরুল হাসান সোহানদের সামনে জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য বেধে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লোক জঙ্গয়ে, ওয়েলিংয়টন মাসাকাদজা, রিচার্ড এনগারভা ও টানাকা চিভাঙ্গা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে