শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০৭:২৬:৫০

শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ!

শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টোয়েন্টিতে বাংলাদেশের সামনে লক্ষ্য ২০৬।  হারারে স্পোর্টস ক্লাব মাঠে বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ! দলীয় ৫ রানেই হারিয়েছে ওপেনার মুনিম শাহরিয়ারকে।

৮ বলে ৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজার শিকারে পরিণত হয়েছেন মুনিম। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৫ ওভারে ৪৫ রান। লিটন দাস ৩০ ও এনামুল হক বিজয় ৪ রানে ব্যাট করছেন।

এর আগে, টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের এই বড় সংগ্রহে বড় অবদান তিনে নামা ওয়েসলি মাধেভেরে ও পাঁচে নামা সিকান্দার রাজার। 

৪৬ বলে ৬৭ রান করে রিটায়ার্ড হার্ট হন মাধেভেরে। ২৬ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রাজা। চতুর্থ উইকেটে এই দুজন মাত্র ৪৩ বলে গড়েন ৯১ রানের জুটি।

প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে তুলতে পেরেছিল মাত্র ৭৪ রান। মাধেভেরে-রাজার ঝড়ে শেষ ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকরা তুলে ৭৭ রান। শন উইলিয়ামস ১৯ বলে ৩৩ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১৮ বলে ২১ রান করেন।

বাংলাদেশের তিন পেসারই ছিলেন খরুচে। দুই উইকেট নিলেও ৪ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৫০ রান। শরিফুল ইসলাম ৪৫ ও তাসকিন আহমেদ ৪২ রান খরচ করলেও পাননি কোনো উইকেট।   

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। কিছুটা ‘কৃপন’ বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ ওভারে ২১ রান দিয়ে শিকার করেছেন একটি উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে