শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০৯:৪৭:৩৫

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাইলফলক স্পর্শ করলেন লিটন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাইলফলক স্পর্শ করলেন লিটন

স্পোর্টস ডেস্ক: প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছে টাইগাররা। হারা ম্যাচেও দারুণ এক মাইলফলক অর্জন করেছেন বাংলাদেশের ব্যাটার নুরুল হাসান সোহান।

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে আজ যখন ব্যাট হাতে নামেন, তখন লিটনের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান ছিল ৯৮০। আজ ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলার পথে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুউল্লাহ রিয়াদ। তাঁর সংগ্রহ ২০৪২। এরপর রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সৌম্য সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে