শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০৯:৫৬:২৪

বিরাট চমক দেখিয়ে ভারতীয় দল ঘোষণা!

বিরাট চমক দেখিয়ে ভারতীয় দল ঘোষণা!

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে এখনও রানের খরা অব্যাহত। প্রায় গত তিন বছর ধরে তাঁর ব্যাটে কোনও শতরান দেখতে পাওয়া যায়নি। 

ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ক্ষোভ সঞ্চার করেছে। তারমধ্যে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে হয়ত বিরাটকে রাখা হতে পারে। কিন্তু, তেমনটা হল না।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে এখনও রানের খরা অব্যাহত। প্রায় গত তিন বছর ধরে তাঁর ব্যাটে কোনও শতরান দেখতে পাওয়া যায়নি। 

ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ক্ষোভ সঞ্চার করেছে। তারমধ্যে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন। 

বিরাট চমক দেখিয়ে ভারতীয় দল ঘোষণা! আশা করা হয়েছিল, জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে হয়ত বিরাটকে রাখা হতে পারে। কিন্তু, তেমনটা হল না। অবশেষে কোহলিকে নিয়ে এমন অবিশ্বাস্য সিদ্ধান্ত! শনিবার বিসিসিআই জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে। সেখানে কোহলির নাম দেখতে পাওয়া যায়নি।

একনজরে ভারতীয় ক্রিকেট দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্সর প্যাটেল, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং দীপক চাহার।

আপাতত জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম তিনটে একদিনের ম্যাচের জন্য এই দল ঘোষণা করা হয়েছে। প্রতিটা ম্যাচই হারারে স্টেডিয়ামে আয়োজন করা হবে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে