বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০২:১২:১০

বাংলাদেশ দলকে মুশফিকের শুভ কামনা

বাংলাদেশ দলকে মুশফিকের শুভ কামনা

স্পোর্টস ডেস্ক:  সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

খুলনার শেখ আব নাসের স্টেডিয়ামে বুধবার বিকেল তিনটায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচটি। কিন্তু দুঃখের খবর হচ্ছে ম্যাচটিতে মাঠে নামতে পারবেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

সফরকারীদের বিপক্ষের দ্বিতীয় ম্যাচে ১৬ তম ওভারের শেষ বলে হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে ম্যাচ শেষে জানা গেল দু:সংবাদ। ইনজুরির কারণে সিরিজের শেষ দুই ম্যাচে মাঠে নামা হবে না তাকে।

তবে প্রিয় সতীর্থদের শুভকামনা জানাতে ভুলেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টে এমনটাই জানান মুশফিক।

মুশফিক তার পোস্টে লেখেন, ‘ বাংলাদেশ দলের জন্য রইলো শুভকামনা।’

২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে