স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিগে হেলমেট পরে আম্পায়ার মাঠে নামলেও এই প্রথম ভারত-অস্ট্রেলিয়ার মত আন্তর্জাতিক ম্যাচে হেলমেট পরে মাঠে নামলেন আম্পায়ার।
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে এমন দৃশ্যই দেখা যায়।
অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালে জন ওয়ার্ড হেলমেট পরে দায়িত্ব পালন করছেন। ওয়ার্ডের হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে অবশ্য একটা কারণ আছে।
উল্টোদিকে ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার। আজ তার একটি স্ট্রেট ড্রাইভে পায়ে আঘাত পান আরেক আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। আর ঝুঁকি নেননি জন ওয়ার্ড। হেলমেট পরে নেমে পড়েন মাঠে।
প্রসঙ্গত, ক্রিকেট ইতিহাস পাতায় আন্তর্জাতিক বিশ্বের প্রথম হেলমেট পরা আম্পায়ার হিসেবে তার নাম লেখা থাকবে আজীবন।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর