বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০২:৩২:২৩

গেইলের ফেসবুক স্ট্যাটাসে নিন্দার ঝড়

গেইলের ফেসবুক স্ট্যাটাসে নিন্দার ঝড়

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান দানব ক্রিস গেইল কয়েকদিন আগে ১২ বলে হাফসেঞ্চুরি করে সজাগ করেন সবাইকে। এই গেইলের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় সৃষ্টি হচ্ছে ক্রিকেটবিশ্বে।

বিগ ব্যাশে ব্যাট হাতে ঝড় তোলার পরে ব্যাট বল ছাড়াই অন্য ঝড় তুললেন দানব গেইল। বিগ ব্যাশের চলতি মরসুমের শেষ ম্যাচ খেলার পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে গেইল যে সব মন্তব্য করেছেন তাতেই ঝড় সর্বমহলে।

এখানে গেইল লিখেছেন, প্রাক্তন ক্রিকেটাররা বলছে আমার ব্যবহার নাকি ঠিক নয়, খারাপ প্রভাব ফেলবে তরুণদের উপর, তাদের বলছি, তোমরা যা বল তাতে আমার কিছু যায় আসে না।  

গেইল লিখেছেন, বিশ্বের সব যায়গায় আমাকে ঘিরেই কিন্তু যত রমরমা। তার মধ্যে বিগ ব্যাশও আছে। এটা আমার জীবনের শেষ বিগ ব্যাশ নয়। যারা মনে করেছেন এটাই শেষ অস্ট্রেলিয়া সফর তাদের জণ্যই আমার এই উক্তি।

গেইল লিখেন, ডেটিং বিতর্ক নিয়ে যারা আমার সমালোচনা করেছেন তারা আমার পাশে দাঁড়াতে পারত। তখন তাদের বড় প্রয়োজন ছিল কিন্তু পাশে পাইনি।

গেইল তার ফেসবুকে আরো লিখেন, অনেকেই হেসেছেন। আমাকে নিয়ে যেটা করেছেন সেটার কোনো মানে হয় না। প্রসঙ্গত, ইয়ান চ্যাপেল, অ্যান্ড্রু ফ্লিন্টফ এবং ক্রিস রজার্স কড়া ভাষায় গেইলের সমালোচনা করেছিলেন। এখন গেইলের এইসব উক্তিতে নিন্দার ঝড় উঠছে।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে