বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০২:৫৫:৩৩

বাংলাদেশের জয়ের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অঘটন

বাংলাদেশের জয়ের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অঘটন

স্পোর্টস ডেস্ক : সবাই তাকিয়ে আছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিকে। প্রত্যাশা যখন ম্যাচ মাঠে গড়াবে। ক্রিকেট লড়াইয়ে মেতে উঠবে দুই দেশ।

তবে এই দৃশ্যর ঠিক আগে বাংলাদেশ-জিম্বাবুয়ের তৃতীয় ম্যাচ মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অঘটন! এই ম্যাচটি মাঠে গড়াতে পারবে কিনা এটাই নিয়েই এখন শঙ্কা।

ধারনা যেন পাল্টে দিচ্ছে অদৃশ্য। স্বপ্নের ক্রিকেটে অভিষেক হওয়ার কথা আবু হায়দার রনিসহ আরো কয়েকজনের। কিন্তু সবকিছুতেই এখন গুড়েবালি।

ঋতু অনুযায়ি এখন শীলকাল। কিন্তু খুলনার আকাশে বৃষ্টির হানা। কথা থাকলেও টস হয়নি পূর্ব নির্ধারিত সময়ে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে পণ্ড হতে পারে বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচটি। এই নিয়ে সর্বমহলে উদ্বেগ।

জাতীয় দলের ক্রিকেটারদের উৎকন্ঠা এ নিয়ে। কখন আকাশ পরিস্কার হবে। টস হবে। এর পরে দুই দেশ মাঠে নামবে এটা কেবল এখন অপেক্ষার বিষয়।
২০ জানুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে