বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ১২:২৯:৪১

সফরসূচি ঘোষণা, ১৭ বছর পরে পাকিস্তান সফরে ইংল্যান্ড

সফরসূচি ঘোষণা, ১৭ বছর পরে পাকিস্তান সফরে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ১৭ বছর পরে পাকিস্তানে সফর করতে চলেছে ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের আগে এবং পরে পাকিস্তানে দুই ফরম্যাটের সিরিজ খেলবে তারা। বিশ্বকাপের আগে সাতটি টি-২০ ম্যাচ হবে। বিশ্বকাপের পরে ডিসেম্বরে গিয়ে তিন টেস্টের সিরিজে অংশ নেবে।

শেষ বার ২০০৫ সালে পাকিস্তানে সফর করেছিল ইংল্যান্ড। মঙ্গলবার পাকিস্তান বোর্ডের তরফে টুইটারে এক বিবৃতিতে সফরসূচি ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বরের ২০, ২২, ২৩ এবং ২৫ তারিখ প্রথম চারটি টি-২০ হবে করাচিতে। 

২৯, ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর বাকি তিনটি টি-২০ হবে লাহৌরে। টেস্ট সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে দুটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে পাকিস্তান।

গত বছর টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তানে সফর করার কথা ছিল ইংল্যান্ডের। তবে নিরাপত্তায় ত্রুটি দেখিয়ে সেই সফর বাতিল করে তারা। গত মাসে ইংল্যান্ডের এক প্রতিনিধিদল পাকিস্তানে গিয়ে নিরাপত্তা খুঁটিয়ে দেখেন। তার পরেই সফরের ব্যাপারে সবুজ সঙ্কেত মেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে