বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ০২:০২:৩১

ওই এক ওভারেই বাংলাদেশ ম্যাচ হেরে গেছে

ওই এক ওভারেই বাংলাদেশ ম্যাচ হেরে গেছে

বিনোদন ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল শেষ টি-২০ হেরেছে ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে। আগে বল করতে নেমে স্বাগতিকদের ১৪ ওভার পর্যন্ত বেঁধে রেখেছিল টাইগার বোলাররা। তবে ১৫তম ওভারে সব এলোমেলো করে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তার এক ওভারে ৫টি ছয় আর ১ চারে রেকর্ড ৩৪ রান তুলে নেন রায়ান বার্ল। এর আগে এক ওভারে এতো রান খরচের রেকর্ড নেই কোনো বাংলাদেশি বোলারারের। ওই এক ওভারেই বাংলাদেশ ম্যাচ হেরে গেছে।

নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৫৬ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। ১৫৭ রান টপকাতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৬ রানে থামে বাংলাদেশ দলের ইনিংস। ফলে ১০ রানে ম্যাচ হেরে ১-২ ব্যবধানে সিরিজ হার মেনে নিতে হয় সফরকারীদের। 

ম্যাচ হেরে এই হারের জন্য নাসুম আহমেদের সেই ওভারকেই কাঠগড়ায় তুললেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি বলেন, ‘হতাশা তো অবশ্যই। প্রথম ১৪ ওভার পর্যন্ত আমরা পুরো ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। আমার কাছে যেটা মনে হয়েছে- একটা খারাপ ওভারই পার্থক্য তৈরি করে দিয়েছে। সেই ওভারে ২০ রান হলেও আমরা ম্যাচের মধ্যে থাকতাম।’

অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টিতে এত দ্রুত উইকেট হারাতে থাকলে রান তাড়া করা অনেক কঠিন হয়ে যায়। টি-টোয়েন্টিতে গেলেন আর ম্যাচ জিতবেন, এই আশা করতে পারেন না। এখানে অবশ্যই ক্যালকুলেটিভ খেলা লাগবে, যেটা আমরা ব্যাটিংয়ে পারিনি। সে কারণেই আমরা ম্যাচ হেরেছি।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে