বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৪:০৮:৩৩

উইকেট পেলেন সাকিব

উইকেট পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে।

দু’দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শুরু হয় বিকেল ৩.১৫ মিনিটে।

সফরকারীদের হয়ে প্রথমে ব্যাটিংয়ে নামেন হ্যামিলটন মাসাকাদজা ও ভূসি সিবান্দা। শুরুতেই বিধ্বংসী রুপে নিজেদের আত্মপ্রকাশ ঘটান জিম্বাবুয়ের দু’ওপেনার। তবে ব্যাক্তিগত ১৪ বলে ২০ রান তুলে মাঠ ছাড়েন গত দু’ম্যাচে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী মাসাকাদজা। পরে মুতাভাম্বির সঙ্গে ফাইটিং জুটি গড়েন সিবান্দা ।  বেশ কিছুক্ষণ লড়াইও করেন দু’জনে। তবে ১৪ বলে ২০ রান তুলে মাসাকাদজার দেখানো পথে পা বাঁড়ান তিনি।

বর্তমানে মাঠে রয়েছেন সিবান্দা (৩৯) ও উইলিয়ামস (১)।

শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮.৫ ওভারে ৮১ রান। উইকেট পড়েছে ২টি।

মোহাম্মদ শহীদ ও সাকিব আল হাসান একটি করে উইকেট পান।

 

প্রসঙ্গত, বৈরি আবহাওয়ার কারণে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ১৫ মিনিট বিলম্ব হয়। ২.৩০ মিনিটে টস হওয়ার কথা থাকেলও তা পিছিয়ে ২.৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। 

২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে