স্পোর্টস ডেস্ক: সেই কিশোর বেলায় ঘর ছেড়েছিলেন কুমার কার্তিকেয়া সিং। স্বপ্নপূরণের লক্ষ্যে শান্তির নীড় ছেড়ে অনিশ্চিত যাত্রা করেছিলেন তিনি। কিছু অর্জনের তাগিদ থেকে পরিবার-পরিজন ছেড়ে নিজের ধ্যান-জ্ঞান করেছিলেন ক্রিকেটকে।
অবশেষে সাফল্য ধরা দিয়েছে, তার দল মধ্যপ্রদেশ ভারতের সম্মানজনক ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির ২০২১-২২ সংস্করণ জয় করেছে। বিজয় কেতন উড়িয়ে শেষ পর্যন্ত ঘরের ছেলে ঘরে ফিরেছেন, মাঝখানে পেরিয়ে গেছে ৯ বছর ৩ মাস!
প্রায় এক দশক পর পরিবারের কাছে ফিরেছেন কুমার কার্তিকেয়া। দীর্ঘ ৯ বছর ৩ মাস পর মায়ের দেখা পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ক্রিকেটার। সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে কার্তিকেয়া লিখেছেন, ‘৯ বছর ৩ মাস পর আমার পরিবার আর মায়ের সঙ্গে দেখা হলো। এই অনুভূতি প্রকাশের ভাষা নেই আমার কাছে।’
মধ্যপ্রদেশের ২০২১-২২ রঞ্জি ট্রফির শিরোপা জয়ে সামনে থেকে অবদান রেখেছেন কার্তিকেয়া। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ১১ ইনিংসে ৩২ উইকেট নিয়েছেন, যার মাঝে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৩ বার। ‘ভার্সেটাইল’ স্পিনার হিসেবে ভারতীয় ক্রিকেটে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।