বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০৭:৪০

এক শর্ত মেনে নিলেই মাঠে যেতে প্রস্তুত ক্রিকেটাররা

এক শর্ত মেনে নিলেই মাঠে যেতে প্রস্তুত ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ফেরার জন্য প্রস্তুত, তবে তাদের একমাত্র শর্ত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ। এই শর্ত মেনে নিলে বিকেলের মধ্যে তারা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা তাদের দাবি ও উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে চলমান সংকট, নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার উন্নয়ন এবং নারী ক্রিকেটারদের বিরুদ্ধে যৌ*ন হয়রানির অভিযোগে বিসিবির বর্তমান অবস্থান নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, মাঠে ফেরার একটাই শর্ত, ৪৮ ঘণ্টার মধ্যে যদি বিসিবি থেকে পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করেন, তবে খেলোয়াড়রা ম্যাচে অংশ নেবে না। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাতে হবে।

খেলোয়াড়রা স্পষ্ট করে জানিয়েছেন, যদি বোর্ড তাদের শর্ত মেনে নেয়, তাহলে আজ সন্ধ্যায় ম্যাচে অংশ নেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবেন। অন্যথায়, খেলা বন্ধ রাখার দায়িত্ব তাদের নেবে না।

এবার দেখা যাক, বর্তমান পরিস্থিতিতে বিসিবি কী সিদ্ধান্ত নেয় এবং খেলোয়াড়দের দাবির প্রতি কীভাবে সাড়া দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে