স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সম্মান বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে।
বিকেল তিনটা পনের মিনিটে শুরু হয় ম্যাচটি।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন বিধ্বংসী হ্যামিলটন মাসাকাদজা ও ভূসি সিবান্দা। সিরিজের গত দু’ম্যাচের ন্যায় তৃতীয় ম্যাচেও নিজেকে প্রমাণ দেন মাসাকাদজা। তবে আজ বেশি দূল এগোতে পারেননি তিনি।১৪ বলে ২০ রান তুলে মাঠ ছাড়তে হয় তাকে। এর পরে মুতাভাম্বিকে নিয়ে ব্যাট চালান সিবান্দা । বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর ১৪ বলে ২০ রান তুলে সাকিব আল হাসানের বলে সাজঘরে ফেরেন মুতাভাম্বি। এর পর ঝড় তোলা সিবান্দার উইকেটটিও তুলে নেন সাকিব। বল উঠিয়ে মারতে গিয়ে ব্যাক্তিগত ৪৪ রানের মাথায় টাইগার সাব্বিরের হাতে তালু বন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।
সফরকারীদের হয়ে বর্তমানে মাঠে রয়েছেন উইলিয়ামস (১১) ও ওয়ালার (১৫)।
শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৩ ওভারে ১০৭ রান। উইকেট পড়েছে ৩টি।
মোহাম্মদ শহীদ ১ টি ও সাকিব আল হাসান ২টি উইকেট পান।
প্রসঙ্গত, বৈরি আবহাওয়ার কারণে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ১৫ মিনিট বিলম্ব হয়। ২.৩০ মিনিটে টস হওয়ার কথা থাকেলও তা পিছিয়ে ২.৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর