শুক্রবার, ০৫ আগস্ট, ২০২২, ১২:৪১:৫৮

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। অতীতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ জয় পায় ৫০টিতে আর ২৮টিতে জয় পায় জিম্বাবুয়ে। 

দুই দলের সাক্ষাতে দলীয় সর্বোচ্চ বাংলাদেশের ৩২২/৩ রান, ২০২০ সালে সিলেটে। আর জিম্বাবুয়ের সবোচ্চ ৩২৩/৭ রান বুলাওয়ে ২০০৯ সালে। সর্বনিম্ন স্কোর বাংলাদেশের ৯২/১০ রান, নাইরোবি, ১৯৯৭ সালে। আর জিম্বাবুয়ের ৪৪/১০ রান চট্টগ্রাম, ২০০৯ সালে।

ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে