বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৪:৩১:৪৮

অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধনু করে কড়া জবাব দিলেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধনু করে কড়া জবাব দিলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : গত ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। অসি বোলাদের বিপক্ষে সবচেয়ে সফল বিরাট কোহলি। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলারদের চরম লজ্জার মুখে ফেলাই যেন ক্রিকেট বিশ্বের কাণ্ডারি বিরাট কোহলির নেশা।

ভারত-অস্ট্রেলিয়ার ৪র্থ ম্যাচে বিশাল টার্গেট দাঁড় করে অস্ট্রেলিয়া। বিরাট কোহলির ব্যাটে কেটে যায় ভারতের সামনে থাকা অন্ধকার। চলতি সিরিজে টানা দুটি সেঞ্চুরি তুলে নেন কোহলি।

ম্যাচে অসি ওপেনার ফিঞ্চের একমাত্র সেঞ্চুরির জবাব দিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। কোহলির সেঞ্চুরি কাজে আসে ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করার জন্য।

৩৭ ওভারে ১টি উইকেট হারিয়ে ভারতের রান ছিল ২৭৭। অর্থাৎ ম্যাচ জয়ের জন্য যেটা প্রয়োজন সবটাই করে দেয় দুই সেঞ্চুরিয়ান কোহলি-ধাওয়ানের ব্যাট।

চলতি সিরিজে অসিরা মাঠে নেমেছে ভারতকে হোয়াইট ওয়াশ করার জন্য। অসিদের লক্ষ্যকে রুখে দেয়ার কাজটা এখনো চালাচ্ছেন ভারতীয় টিম।  তবে অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধনু করে এরই মধ্যে কড়া জবাব দিলেন বিরাট কোহলি।

ভারত এই ম্যাচে নাটকীয় জয় পেতে যাচ্ছে। তবে শেষটা দেখার অপেক্ষা তো থাকছেই। প্রসঙ্গত, কোহলির আগে প্রথম দুই ওয়ানডে ম্যাচে টানা সেঞ্চুরি করেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে