শুক্রবার, ০৫ আগস্ট, ২০২২, ০১:১৫:১২

টস হেরে ব্যাটে বাংলাদেশ, দলে একাধিক পরিবর্তন

টস হেরে ব্যাটে বাংলাদেশ, দলে একাধিক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতায় ওয়ানডেতেও প্রথম ম্যাচে টস হারলো বাংলাদেশ দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের আমন্ত্রণে টস হেরে আগে ব্যাটে নেমেছে বাংলাদেশ। তামিম ইকবালের দলে একাধিক পরিবর্তন।

অবশেষে ওয়ানডেতে ফেরা হলো এনামুল হক বিজয়ের। প্রায় তিন বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন এ ডানহাতি টপঅর্ডার ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের একাদশে নেওয়া হয়েছে বিজয়কে। তাকে দলে নিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।

শুধু তাই নয়, দলে জায়গা হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদেরও জায়গা হয়নি আজকের ম্যাচের একাদশে।

দুই বাঁহাতি স্পিনারকে বসিয়ে পেস ডিপার্টমেন্টে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। একাদশে ফেরানো হয়েছে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে। এছাড়া নুরুল হাসান সোহানের জায়গায় উইকেটরক্ষক হিসেবে দলে ফিরেছেন মুশফিকুর রহিমও।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনো ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ দল। এসময়ের মধ্যে খেলা পাঁচ সিরিজের সবকয়টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা, জিতেছে টানা ১৯টি ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে