শনিবার, ০৬ আগস্ট, ২০২২, ০২:০৯:৪৪

প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি অর্জন করলেন তামিম

 প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি অর্জন করলেন তামিম

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকিয়ে এই কীর্তি অর্জন করেন টাইগার অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮ হাজার রানের মালিক হতে পারতেন তামিম ইকবাল। ৭৮২৬ রান নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে নামেন তিনি। প্রয়োজন ছিল ১৭৪ রান। তবে তিন ইনিংসে ১১৭ রান করতে সমর্থ্য হয় তামিম। প্রয়োজন ছিল ৫৭ রান। 

আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৮৩ বলে ৫৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন তামিম। ২০০৭ থেকে ২০২২ সালে ২২৯ ম্যাচে ২২৭ ইনিংসে ব্যাট করে এই কীর্তি অর্জন করলেন তামিম।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে রানের তালিকায় তামিমের পরে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের রান ৬৭৫৫। তিনে থাকা মুশফিকুর রহীমের রান ৬৬৯৭।

১৮১ ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদ সংগ্রহ করেন ৪৬২৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে রান বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে রিয়াদ-মুশফিকের। 

তামিম বাদে বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত ৩২ জন ব্যাটার ৮ হাজার রাইনের মাইলস্টোন স্পর্শ করেছেন। এর মধ্যে ১৪ জনের রয়েছে ১০ হাজারের বেশি রান। 

৯ম ওপেনার হিসেবে ওয়ানডেতে ৮ হাজারি ক্লাবের সদস্য হলেন তামিম। বাকিরা হলেনÑ শচীন টেন্ডুলকার, সনাৎ জয়সুরিয়া, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল, ডেসমন্ড হেইন্স, সাঈদ আনোয়ার ও হাশিম আমলা।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে