বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৫:০২:১৭

ক্রিকেট বিশ্বে সাকিবের নতুন নজির

ক্রিকেট বিশ্বে সাকিবের নতুন নজির

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসাবে ক্রিকেট বিশ্বে নতুন নজির স্থাপন করলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের জন্য মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল।

দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে খেলতে নেমেই অনন্য মাইলফলকে পৌঁছে যান সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন অতুলনীয় তিনি।  

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে রিচমন্ড মুতুম্বামিকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন এই তারকা।

টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। এর আগে টেস্টেও সর্বোচ্চ উইকেটশিকারি হন সাকিব।  টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ৪৭।

টেস্টে ১৪৭ উইকেট। ওয়ানডেতেও সেরা হওয়ার পথে সাকিব। ওয়ানডে সর্বোচ্চ ২০৭ উইকেট রাজ্জাকের। সাকিবের উইকেট তার চেয়ে ১টি কম। দেশের ক্রিকেটের অনন্য ইতিহাস এখন সাকিবের জন্য অপেক্ষা করছে।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে