শনিবার, ০৬ আগস্ট, ২০২২, ০৮:৩৮:১৯

মামাতো বোনকে আফ্রিদির বিয়ে করার কারণটা জানলে অবাক হবেন!

মামাতো বোনকে আফ্রিদির বিয়ে করার কারণটা জানলে অবাক হবেন!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি দলে অলরাউন্ডার হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন। তিনি একা হাতেই পাকিস্তানকে বহু ম্যাচ জিতিয়েছেন। ক্রিকেটার হিসেবে তিনি যতটা জনপ্রিয় ছিলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ক্রিকেট সমর্থকদের কৌতূহল নেহাতই কম ছিল না। 

মামাতো বোনকে আফ্রিদির বিয়ে করার কারণটা জানলে অবাক হবেন! মাত্র ২০ বছর বয়সেই বিয়ে করে ফেলেছিলেন শাহিদ আফ্রিদি। আর কাকে বিয়ে করেছিলেন জানেন? 

তাঁরই মামাতো বোন নাদিয়াকে বিয়ে করেছেন পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার। তবে বিয়ের পর সুখের সংসার কাটাচ্ছেন 'লালা'। বর্তমানে তাঁর পাঁচ কন্যাসন্তানও রয়েছে।

নিজের তুতো বোনকে বিয়ে করেছেন, এমন ক্রিকেটারের সংখ্যা গোটা বিশ্বে নেহাতই কম নয়। সেই তালিকায় নাম রয়েছে শাহিদ আফ্রিদির। 'বুম-বুম' নামে খ্যাত শাহিদ আফ্রিদি তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তবে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের কারণেও মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসতেন।

আসলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির বিয়ে তাঁরই মামাতো বোন নাদিয়ার সঙ্গে হয়েছে। ২০০০ সালের ২২ অক্টোবর তাঁরা একে অপরকে বিয়ে করেছিলেন। বর্তমানে তাঁদের পাঁচ কন্যাসন্তানও রয়েছে। নাদিয়াকে বিয়ে করার ঠিক পরেই প্রথম ম্যাচে আফ্রিদি দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন। সেই ম্যাচে তিনি হাফসেঞ্চুরি করার পাশাপাশি বল হাতেও পাঁচ উইকেট শিকার করেন।

নাদিয়াকে বিয়ে করার ব্যাপারে কথা বলতে গিয়ে শাহিদ আফ্রিদি একটি ইন্টারভিউয়ে বলেছিলেন, একবার তিনি কোনও একটি ট্যুরে যাওয়ার জন্য কয়েকদিন বাড়ির বাইরে থাকবেন বলে ঠিক হয়েছিল। 

সেইসময় তিনি তাঁর বাবাকে মজার ছলে তাঁর বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে বলেছিলেন। আফ্রিদি হয়ত নিতান্তই মজা করে কথাটা বলেছিলেন, কিন্তু তাঁরা বাবা ব্যাপারটি সিরিয়াসলি নিয়ে নেন। 

সফর সেরে আফ্রিদি যখন বাড়ি ফিরেছিলেন, সেইসময় তাঁর বাবা বলেন, "আমি তোমার জন্য মেয়ে দেখে ফেলেছি।" শাহিদের হবু স্ত্রী আর কেউ নন, বরং তাঁর মামাতো বোন নাদিয়া ছিলেন। নাদিয়াকে ছোটোবেলা থেকেই চিনতেন শাহিদ।

তবে আফ্রিদির ফ্যানের সংখ্যাও কিন্তু কম ছিল না। তা সে পুরুষ হোক কিংবা মহিলা। সম্প্রতি আফ্রিদি নিজের বই 'গেম চেঞ্জার'-য়ে লিখেছেন, "বিয়ের আগে একজন মহিলা প্রায়শই আমাকে ফোন করে কথা বলতে চাইত। ওঁর গলার আওয়াজটা একেবারে আলাদা ছিল। 

এরপর আমরা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্তও গ্রহণ করেছিলাম। আমি ওঁকে আমার বাড়িতে ডেকেছিলাম। উনি আমার বাড়িতে এসে কলিংবেল বাজিয়েছিলেন। আমি দরজা খুলতেই দেখি সামনে একজন সুপুরুষ যুবক হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 

জিজ্ঞাসা করতে জানান যে উনিই সেই ব্যক্তি যাঁকে আমি মহিলা মনে করে কথা বলতাম। সেইসময় আমি মনে মনে জোর ধাক্কা খেয়েছিলাম।" পরবর্তীকালে অনেক কষ্ট করে আমি ওঁর হাত থেকে মুক্তি পেয়েছিলাম।

২০১৮ সালের ৩১ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন শাহিদ আফ্রিদি। তিনি দেশের হয়ে ২৭টি টেস্ট ম্যাচে ১,৭১৬ রান এবং ৪৮টি উইকেট শিকার করেছেন। লাল বলের ক্রিকেটে তাঁর সর্বাধিক স্কোর ১৫৬। 

পাশাপাশি একদিনের ক্রিকেটে তিনি খেলেছেন মোট ৩৯৮টি ম্যাচ। রান করেছেন ৮,০৬৪। এছাড়াও ৩৯৫টি উইকেট তিনি শিকার করেছেন। তবে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে তিনি মাত্র ৯৯টি ম্যাচ খেলেছেন। ১,৪১৬ রান করার পাশাপাশি ৯৮টি উইকেট শিকার করেছেন। 

একদিনের ক্রিকেটে তিনি ৯ বার পাঁচ উইকেট শিকার করেছেন। সেরা বোলিং পরিসংখ্যান ১২ রানে সাতটি উইকেট। এছাড়া টেস্ট ক্রিকেটে পাঁচটি এবং একদিনের ক্রিকেটে ছ'টি শতরান তাঁর রয়েছে। তথ্যসূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে