স্পোর্টস ডেস্ক: ইয়ান বোথামের পর ইংল্যান্ড দলে আসা সবচেয়ে বড় অলরাউন্ডারের নাম অ্যান্ড্রু ফ্লিনটফ। যাকে ক্রিকেট বিশ্লেষকরা সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মনে করেন। সাবেক সেই বিশ্বসেরা অলরাউন্ডারকে এবার ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সাকিব আল হাসান। শুধু কি তাই, সাকিব ছাড়িয়ে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংকেও।
আজ আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম উইকেট পূরণ করার পর আরও দুটি উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। ৪০২ উইকেট নিয়ে তিনি পেরিয়ে গেলেন ফ্লিনটফকে। ছুঁয়ে ফেললেন জেসন গিলেস্পিকে। আন্তর্জাতিক ক্রিকেটে ফ্লিনটফের উইকেট ৪০০টি আর হোল্ডিংয়ের ৩৯১টি।
সাকিবের সামনে এবার আরেক ক্যারিবীয় কিংবদন্তি জোয়েল গারনার। যার উইকেট সংখ্যা ৪০৫টি। এছাড়াও রয়েছেন গ্রায়েম সোয়ান (৪১০), ক্রিস কেয়ানর্স (৪২০), উমর গুল (৪২১), সনাৎ জয়াসুরিয়া (৪৪০), শোয়েব আখতার (৪৪৪) ও সাঈদ আজমল (৪৪৭)।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম