বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৫:২৬

তামিম এবার সেরা তিনে

তামিম এবার সেরা তিনে

স্পোর্টস ডেস্ক: গত বছর বিশ্বকাপ থেকে শুরু করে বিশ্বের বাঘা বাঘা দলের বিরুদ্ধে একের পর এক ম্যাচ জিতে ওয়ানডে ক্রিকেটে অনন্য আসনে পৌঁছে গিয়েছে বাংলাদেশ।

তবে বাংলাদেশের সাফল্য শুধু যে ওয়ানডে ক্রিকেটে এমনটি নয়। বরং টাইগাররা দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে যে অকল্পনীয়ভাবে টেস্ট ম্যাচটি খেলেছিলেন, তা ভক্তরা অবশ্যই মনে রাখবে অনেকদিন।
স্বপ্নের সেই টেস্ট ম্যাচটিতে অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। আর সেকারণেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০১৫ সালের সেরা টেস্ট ইনিংসের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৯৬ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামে। কিন্তু এই টেস্টে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারবে তা হয়ত কেউ ভাবতেই পারেনি। আর সেই কাজটাই করেন তামিম। আরেক ওপেনার ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ৩১২ রানের বিশাল জুটি গড়েন। যেখানে ২৪ চার ও ৭ ছক্কায় তামিম খেলেন ২৭৮ বলে ২০৬ রানের ম্যাচ বাঁচানো ইনিংস।

তবে ২০১৫ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটনে অপরাজিত ২৪২ রানের একটি অনবদ্য ইনিংস খেলায় সেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার। তিনি ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০৩ রান করে দলকে ম্যাচ হারা থেকে রক্ষা করেন।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে