স্পোর্টস ডেস্ক: জিততে জিততে হেরে গেল টাইগাররা আর হারতে হারতে জিতে গেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ খুলনায় চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। এর আগে এই সিরিজে প্রথম দুই ম্যাচে জয় পায় মাশরাফি বাহিনী।
বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ১৮৮ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ফলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ে ৩১ রানের দারুণ এক জয় পেয়েছে। বাংলাদেশের আজকের এই হারটিকে ‘পরীক্ষামূলক’ হার বললেও ভুল হবে না। কারণ, আজকের এই ম্যাচে পাঁচটি পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে অভিষেক হয় ৪ জনের। জিম্বাবুয়ের বিপক্ষে এমন একটি ম্যাচে পাঁচটি পরিবর্তন এনে পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছে বাংলাদেশ। আর সেটা করতে গিয়েই হার মেনেছে টাইগাররা। এই ম্যাচে হারলেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশ জিতলে সিরিজ জয় হবে। আর জিম্বাবুয়ে জিতলে সিরিজ ড্র হবে।
২০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস