স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের সঙ্গে চলতি টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জয়লাভের পর টাইগাররা তৃতীয় ম্যাচে চারজন নতুন ক্রিকেটারকে মাঠে নামায়। নতুন ক্রিকেটারদের অভিষেক করানোর এই ম্যাচে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে।
কিন্তু ম্যাচ শেষে টাইগারদের বোলিং যাদুকর মুস্তাফিজুরের অভাবটা ভালোই টের পেয়েছে স্বাগতিকরা। শুধু মুস্তাফিজ নয়, বাদ দেয়া হয়েছে আল-আমিনকেও।
মুস্তাফিজ ও আল-আমিনের পরিবর্তে একাদশে নেয়া হয় অভিষিক্ত তিন পেসার আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ ও মুস্তাক আলীকে। তবে এরা নিয়ন্ত্রিত বোলিং করতে ব্যর্থ হয়।
বুধবার রনি চার ওভার বল করে দিয়েছেন ৪০ রান। তবে উইকেট পেয়েছেন দুটি। অন্যদিকে মাশরাফি দিয়েছেন ৩৭ রান। সাকিব চার ওভারে ৩২ রান দিলেও পেয়েছেন তিন উইকেট। অভিষিক্ত শহীদ তিন ওভারে বিনা উইকেটে রান দিয়েছেন ৩২। মোসাদ্দেক অবশ্য দুই ওভারে দিয়েছেন মাত্র ১০। তবে মাহমুদুল্লাহ এক ওভারেই দিয়েছেন ১৭ রান।
ফলসরূপ জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রানের বিশাল টার্গেট দাঁড় করায়। কিন্তু বাংলাদেশ সেই টার্গেট স্পর্শ করতে ব্যর্থ হয়। বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৫৬ রানে। চুড়ান্ত ফলাফল বাংলাদেশ হেরে যায় ৩১ রানে।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম