বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৭:০৩:৩১

ভারতের হলোটা কী?

ভারতের হলোটা কী?

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট টিমের উপর যেন শনি ভর করেছে। তা না হলে কেন একের পর এক সেঞ্চুরি করেও ম্যাচ জিততে পারছেন ভারত? যেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সেঞ্চুরির ধারের কাছেও যেতে পারছেনা। শুধুমাত্র আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যারন ফিন্স সেঞ্চুরির দেখা পেয়েছেন। সেটাও আবার বড় কোন ইনিংস নয় মাত্র ১০৭।

পক্ষান্তরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, তৃতীয় ম্যাচে বিরাট কোহলির পর এবার চতুর্থ ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন শেখর ধাওয়ান এবং বিরাট কোহলি। তবুও জয়ের দেখা পেলো না ভারত। হেরে গেলো ২৫ রানের ব্যবধানে।

অস্ট্রেলিয়ার করা ৩৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও শেখর ধাওয়ানের জোড়া সেঞ্চুরিও মান বাঁচাতে পারলো না ভারতের।

প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এবার হারলো টানা চতুর্থ ম্যাচ।

ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ৩৪৮ রান করে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার সঙ্গে ৬৫ রানের উদ্বোধনী জুটিতে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন শেখর ধাওয়ান। ২৫ বলে ৪১ রান করে রোহিত ফিরে গেলে ভাঙে আট ওভার স্থায়ী জুটি।

দ্বিতীয় উইকেটে ধাওয়ান-কোহলির ২১২ রানের বিশাল জুটিতে এক সময়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত। ২৯.৩ বল স্থায়ী দ্বিতীয় উইকেট ভেঙে স্বাগতিকদের ম্যাচে ফেরান জন হেস্টিংস। হেস্টিংসের বলে জর্জ বেইলিকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৬ রান করেন ধাওয়ান। এই ইনিংস খেলার পথে ভারতের হয়ে দ্রুততম তিন হাজার রানে পৌঁছনর রেকর্ড গড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৭২ ইনিংসে তিন হাজার রানে পৌছন ধাওয়ান, ৭৫ ইনিংসে এই রান করে রেকর্ড গড়েছিলেন কোহলি।

নবম শতক পাওয়া ধাওয়ানের ১১৩ বলের ইনিংসটি সাজানো ১৪টি চার ও দুটি ছক্কায়। ওই ওভারেই ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ফিরিয়ে দেন হেস্টিংস। এক রান পরে ফিরে যান শতক পাওয়া আরেক ব্যাটসম্যান কোহলিও। রিচার্ডসনের বলে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়ার আগে ১০৬ রান করেন ভারতের টেস্ট অধিনায়ক। তার ৯২ বলের ইনিংসটি ১১টি চার ও একটি চার সমৃদ্ধ।

ভারতের আশা বাঁচিয়ে তখনও ক্রিজে ছিলেন রবিন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত থাকলেও ভারতের হার এড়াতে পারেননি তিনি। ৬৮ রানে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার রিচার্ডসন। ১১ ওয়ানডের ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি।

এর আগে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ উদ্বোধনী জুটিতে ১৮৭ রান এনে দেন স্বাগতিকদের। দ্বিতীয় সন্তানের জন্মের পর পর এই প্রথম ব্যাট করতে নামা ওয়ার্নার ৭ রানের জন্য শতক পাননি। ১২টি চার ও একটি ছয়ে ৯২ বলে ৯৩ রান করেন তিনি।

তবে শতক পেয়েছেন ফিঞ্চ। ১০৭ বলে ৯টি চার ও দুটি ছয়ে ১০৭ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ শতক করা ক্রিকেটার হয়ে গেছেন ফিঞ্চ। এটি তার ক্যারিয়ারের সপ্তম শতক।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে