বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০১:৩০:৩৫

আমাদের জন্য এটা জেতা খুব কঠিন: রিয়াল কোচ

আমাদের জন্য এটা জেতা খুব কঠিন: রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ক্লাব ফুটবলে প্রতি মৌসুমে একটি দল সর্বোচ্চ ছয়টি শিরোপা জিততে পারে। এটিকে ‘হেক্সা’ বা ‘সেক্সটাপল’ বলে ডাকা হয়। যা এখন পর্যন্ত করে দেখাতে পেরেছে শুধুমাত্র বার্সেলোনা (২০০৯) ও বায়ার্ন মিউনিখ (২০২০)।

অবাক করা হলেও সত্য, ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত কোনো মৌসুমে হেক্সা জিততে পারেনি। তাদের কোচ কার্লো আনচেলত্তি এবার মৌসুম শুরুর আগেই জানালেন, রিয়ালের পক্ষে এটা জেতা খুব কঠিন হবে।

বুধবার মৌসুমের প্রথম শিরোপা উয়েফা সুপার কাপের ম্যাচে আইনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হবে রিয়াল। এছাড়া ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ, স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে শিরোপার জন্যেও লড়বে তারা। আরও পড়ুন: এমন হার মেনে নিতে পারছেন না সৌরভ গাঙ্গুলি

তবে সবকয়টি শিরোপা জেতা যে সহজ নয় তা জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘সব টুর্নামেন্টেই আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলবো। তবে আমাদের জন্য ছয়টি জেতা খুব কঠিন হবে। গত মৌসুমের চেয়ে ভালো দল হবে আমাদের, এটুকু বলতে পারি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে