বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০৪:৫৮:৩৩

মাহমুদউল্লাহ বিপদ বাড়ালেও আফিফের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর

মাহমুদউল্লাহ বিপদ বাড়ালেও আফিফের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক: বিপদ বাড়িয়ে ফিরলেন মাহমুদউল্লাহও। ইনিংসের ৩৫তম ওভারে দলীয় ১৭৩ রানে রিচার্ড এনগারাভার বল স্টাম্পে টেনে এনে আউট হয়েছেন তিনি। ফেরার আগে ৬৯ বলে ৩ চার সহযোগে ৩৯ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বুধবার নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রান তুলেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বিপদ বাড়ালেও ৮১ বল থেকে ৮৫ রানের একটি চমৎকার ইনিংস খেলে জিম্বাবুয়ের সামনে ২৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করান আফিফ হোসেন।

ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে বুধবার (১০ আগস্ট) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও টস হেরেছে। টসজয়ী জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে ৪০ রান তুলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তামিম-বিজয়। 

এরপর ৪১ থেকে ৪৭, এই ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটিতে সেই বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন বিজয়-মাহমুদউল্লাহ। তবে ৭১ বলে ৭৬ রান করে বিজয় ফিরলে আবারও ছন্দপতন হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে