স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ে ১০ ধাপ এগিয়ে ২৯ নম্বরে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। নয় বছরের ওডিআই ক্যারিয়ারে এবারই সবচেয়ে ভালো অবস্থানে রাজা। বোলিংয়ে রাজা আগালেন তিন ধাপ।
আর বল ব্যাট দুই মিলিয়ে মানে ওয়ানডে অলরাউন্ডার র্যাকিংয়ে রাজা লাফ দিয়েছেন ৭ ধাপ। বর্তমানে ৪ নম্বর অবস্থানে আছেন তিনি। টানা দুই ইনিংসে ম্যাচ জেতানো ২ সেঞ্চুরি। বল হাতে ৪ উইকেট; তার প্রতিদানই রাজা পেলেন এভাবে। আরও পড়ুন: দায় স্বীকার করলেন তামিম, শাস্তি দিল আইসিসি
অলরাউন্ডার তালিকায় রাজার ওপরের নামটা রশিদ খানের। ওয়ানডের এই র্যাংকিয়ের দুই নাম্বারে আছেন আরেক আফগান। ৩২৪ নিয়ে এই অবস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী। আরও পড়ুন: আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫
আর ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষ নামটা বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের। সাকিবের পয়েন্ট ৩৭৯। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!