স্পোর্টস ডেস্ক: খুলনায় শেখ আবু নাসের চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার অনুষ্ঠিয় এই ম্যাচে বাংলাদেশ দলে বড় চমক ছিল পাঁচ জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা। যার মধ্যে চার জনেরই অভিষেক। চার ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বাংলাদেশের জন্য তৃতীয় ম্যাচটি ছিলো সিরিজ জয়ের সুযোগ। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাঁচটি পরিবর্তনকে ক্রিকেট ভক্তরা অতিরিক্ত পরীক্ষা বলে অ্যাখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসেদ নামের একজন লিখেছেন, ‘পাইপলাইনের খেলোয়াড়দের অবশ্যই সুযোগ দেয়া প্রয়োজন, তবে সিরিজ জয় নিশ্চিত করার পর।’
নিশিতা নামের একজন লিখেছেন, ‘নির্বাচকরা শেষ ম্যাচে যা ইচ্ছা তাই করতে পারতো, কিন্ত তৃতীয় ম্যাচে অতিরিক্ত ঝুঁকি নেয়া ঠিক হয়নি।’
তাই বলাই যায় বাংলাদেশ দলের পরীক্ষা নিরীক্ষাটা সম্ভবত একটু বেশিই হয়ে গেল। বাংলাদেশ দলের প্রায় অনভিজ্ঞ এক বোলিং আক্রমণের সর্বোচ্চ সুযোগ নিয়ে জিম্বাবুয়ে ১৮৭ রানের পাহাড় গড়েছে।
ইনিংসের তৃতীয় ওভারটাই ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ের রান উৎসবের। অভিষিক্ত আবু হায়দারের দ্বিতীয় ওভারে ভুসি সিবান্দা ৩ চার ও ১ ছক্কায় নিলেন ১৮ রান। সেই যে শুরু হলো। এরপর বৃষ্টির মতো রান তুলতে তুলতে ১৮৭ রানের বিশাল স্কোর দাঁড় করালো জিম্বাবুয়ে।
বিশাল এই টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৫৬ রানে। ফলে বাংলাদেশ হেরে যায় ৩১ রানে। আজকের এই ম্যাচে বাংলাদেশের পাওয়া শুধুই সাকিবের ব্যক্তিগত অর্জন।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম