স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আবির্ভাব বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে টাইগারদের নতুন সেনসেশন হিসেবে আরেক পেসার আবু হায়দার রনির আবির্ভাব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পিছনে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের ছিল অসাধারণ ভূমিকা। আর তার পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে দলে সুযোগ পান রনি।
তবে সুযোগ পেলেও প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি এই নয়া টাইগারের। তৃতীয় ম্যাচে দুই পেসার আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়ায় দলে সুযোগ পেয়েছেন রনি। বুধবার খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টি ভেজা মাঠ থাকায় প্রথম তিন ওভারে কোনো উইকেট সংগ্রহ করতে পারেননি রনি।
কিন্তু উইকেট সংগ্রহ করাই যার নেশা তিনি কি উইকেট ছাড়া মাঠ ছাড়তে পারেন? ইনিংসের শেষ ওভারে নিজের চতুর্থ ওভারের বল করেন তিনি। আর ওভারের প্রথম বলেই উইলিয়ামসকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন আবু হায়দার রনি। আর পঞ্চম বলে সিকান্দার রাজাকে সাব্বির রহমানের ক্যাচে পরিণত করেন তিনি।
ইনিংস শেষে ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নিয়ে অভিষেক ম্যাচে মাঠ ছাড়েন রনি।
২০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস