স্পোর্টস ডেস্ক : বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের বিতর্কিত চুক্তি নিয়ে টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। চুক্তি বাতিল না করলে তাকে দলে না রাখার মতো কঠোর অবস্থানে বিসিবি।
একই পরিণতি হতে পারত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও। তাকেও বেটউইনারের মতো একটি প্রতিষ্ঠান দূতিয়ালির প্রস্তাব দিয়েছিল। আরও পড়ুন: এশিয়া কাপের বাংলাদেশ দলে একাধিক চমক! যাদের কপাল খুলতে পারে!
কিন্তু লোভনীয় সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। ওয়ান এক্স ব্যাট একটি বৈধ বেটিং হাউস, যারা বেটউইনারের মতো ওয়ান এক্স বেট স্পোর্টস নিউজ নামের একটি পোর্টালের দূত হওয়ার প্রস্তাব দিয়েছিল তামিমকে।
একই প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের দুই সাবেক ক্রিকেটার―হরভজন সিং ও সুরেশ রায়না সম্পৃক্ত থাকা সত্ত্বেও প্রস্তাবটি গ্রহণ করেননি তামিম। এই প্রস্তাবের সঙ্গে সম্পৃক্ত একজন জানিয়েছেন, 'প্রতিষ্ঠানটির পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে বেটিং হাউসের সঙ্গে। তাই তামিম রাজি হননি। '
জানা গেছে, চুক্তিতে রাজি হলে দুই বছরের দূতিয়ালির বিনিময়ে তিন কোটি টাকা পেতেন তামিম ইকবাল খান। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!