স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফাস্ট বোলারের খোঁজে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে। কুমিল্লা ও কক্সবাজারে ছিল আজকের অডিশন।
কুমিল্লাতে এই ক্যাম্পে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল মোট ১ হাজার ১৭৯ জন। আজ এদের মধ্যে প্রাথম বাছাইয়ে ৪৮৬ জনকে যোগ্য হিসেবে নির্বাচন করা হয়। এর মধ্যে দুই জন মেয়ে বোলারও ছিল।
পরে ৪৮৬ জনের মধ্যে কঠিন পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় ৩ জন প্রতিযোগীকে। তবে কুমিল্লার ক্যাম্পেইনে অংশ নেয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩২ কিলোমিটার রেকর্ড করা হয়।
অন্যদিকে কক্সবাজারের ক্যাম্পেইনে অংশ নেয়া ৭১৩ জন নিবন্ধনকারীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয় ২৫৭ জনকে। এর পর যোগ্য প্রতিযোগী হিসাবে ১ জনকে চূড়ান্ত সিলেকশণ দেয়া হয়।
এর আগে সিলেট থেকে ১২ জন ছেলে ও ১ জন মেয়ে এবং চট্টগ্রাম থেকে ৫ জন ছেলে ফাস্ট বোলারকে বাছাই করা হয়েছে।
দেশের ১৬টি স্থানে এই ফাস্ট বোলার হান্ট প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এর মধ্যে নির্বাচিত প্রতিযোগিদের বাছাই করে ঢাকায় হাই পারফরম্যান্স ক্যাম্পে নিয়ে আসা হবে। চুড়ান্ত পর্বে সেরা ১২ জনকে (১০জন ছেলে এবং ২ জন মেয়ে) বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম