বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৮:০৩:৫১

টাইগারদের টি-টোয়েন্টির ভরসার নাম সাব্বির

টাইগারদের টি-টোয়েন্টির ভরসার নাম সাব্বির

স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যেকার চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে যেভাবে জ্বলে উঠেছেন মারকুটে এ ব্যাটসম্যান সাব্বির রহমান। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় য়ে, টাইগার দলের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম ভরসার নাম এখন সাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে অসাধারণ ব্যাট করলেও হাফসেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। তবে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরির দেখা পেলেন।

এদিন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩২ বলে ৫০ রান করে আউট হয়েছেন তিনি। ৯ চারে ইনিংসটি সাজিয়েছেন সাব্বির।
এর আগে এ সিরিজের প্রথম দুই ম্যাচেও বড় সংগ্রহ এসেছে তার ব্যাট থেকে। প্রথম ম্যাচে ৪৬ রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচে তিনি ৪৩ রানে অপরাজিত ছিলেন।

আন্তর্জাতিক টোয়েন্টি২০ ক্রিকেটে এর আগে একমাত্র আন্তর্জাতিক সেঞ্চুরিটি তিনি করেছিলেন ২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে। ঢাকায় ওই ম্যাচে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি।
২০ জানুয়ারি,২০১৫/এমটি  নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে