স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া দলের পেস বোলারদের নাম নিলে প্রথমেই ভেসে ওঠে গ্রেন মেগরাত, ব্রেট লি কিংবা গিলেসপির মতো তারকাদের। আর স্পিন বোলার বললে একমাত্র শেন ওয়ার্নের নাম। তবে শেন ওয়ার্নের অবসরের পর অস্ট্রেলিয়া দলের একমাত্র ভরসা ছিল ভয়ংকর স্পিনার ন্যাথান হারিজ। বিখ্যাত এই বোলার নিজের ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে গুড বাই জানিয়েছেন।
২০০৪ সালের মুম্বাইয়ে অভিষেক হবার পরে অস্ট্রেলিয়ার হয়ে ১৭ টেস্টে ৬৩ উইকেট দখল করেছেন হারিজ। এবারের মৌসুমে বিগ ব্যাশে রেনেগেডেসের হয়ে তিনি একটি মাত্র ম্যাচে মাঠে নেমেছেন। ২০১৩-১৪ সালে কুইন্সল্যান্ড থেকে বাদ পড়ার পরে দুই বছর কোন প্রাদেশিক দলের সাথে চুক্তি করতে পারেননি। বিগ ব্যাসেও ছিল হতাশাজনক পারফর্মেন্স। সব দিক বিবেচনা করে ৩৪ বছর বয়সি ন্যাথান অবসরের ঘোষণা দিয়েছেন।
সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের অবসরের পরে হারিজই ছিলেন অসি টেস্ট দলের মূল স্পিন ভরসা। কিন্তু পারফরমেন্সের ধারাবাহিকতার অভাবে তিনি দলে জায়গা ধরে রাখতে পারেননি। ২০০৯-১০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ম্যাচ হয়ে আছে। ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ১০১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর সিডনি টেস্টেও ৫৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।
ওয়ানডে ক্রিকেটে টেস্টের থেকে কিছুটা লম্বা সময় কাটিয়েছেন। ৪.৭৪ গড়ে ৫৮ ম্যাচে যেখানে তার সংগ্রহ ৬৩ উইকেট।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম